খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মাসিক বৈঠকে নির্বাচনকালীন দলনিরপেক্ষ সরকার প্রতিষ্ঠায় ক্ষমতাসীনদের ‘অনীহায়’ গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। দলটির নেতারা বলেন, মাত্র কয়েক মাস পর নির্বাচন, অথচ সরকার নির্বাচনকালীন দলনিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার গণদাবি অগ্রাহ্য করে দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে। সচেতন দেশবাসী এবার তা হতে দেবে না। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার দাবি মানতে হবে।
বুধবার (১২ জুলাই) রাতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মাসিক বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত আমির মাওলানা আবদুল বাছিত আজাদ।
সভায় দলের নেতারা বলেন, দ্রব্যমূল্যের কষাঘাতে সাধারণ মানুষ প্রতিদিনের ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে, সঞ্চয় ভেঙে সংসার চালাচ্ছে, ঋণগ্রস্ত হয়ে পড়ছে। বেকারত্ব বেড়ে চলেছে। সিটি করপোরেশন ও পৌর কর্তৃপক্ষ মশা নিধনে ব্যর্থতার পরিচয় দিয়েছে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের বিস্তার বাড়ছে। মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে।
সভায় নির্বাচনকালীন দলনিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ চলমান আর্থ-সামাজিক ও রাজনৈতিক সংকট নিরসনে খেলাফত মজলিস ঘোষিত আট দফা দাবি আদায়ে শুরু হওয়া দেশের বিভাগীয় শহরগুলোতে সমাবেশ সফলের জন্য নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত মাসিক নির্বাহী বৈঠকে ছিলেন– নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, আবদুল্লাহ ফরিদ, যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, মুহাম্মদ আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস শেখ সালাহ উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক কাজী মিনহাজুল আলম, বায়তুলমাল সম্পাদক আবু সালেহীন, সমাজকল্যাণ সম্পাদক ডা. রিফাত হোসেন মালিক, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, যুব বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন প্রমুখ।