বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের পাশে জাকের পার্টি

অগ্নি দুর্ঘটনার শিকার বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সমবেদনা জানিয়েছে জাকের পার্টি। বুধবার (৫ এপ্রিল) বিকালে দলের মহাসচিব শামীম হায়দারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

জাকের পার্টির মহাসচিব বলেন, ক্ষতিগ্রস্ত ৫ হাজার ব্যবসায়ী যেভাবে সর্বস্বান্ত হয়েছেন, তা যথাযথভাবে নিরুপণ করে সহায়তা দেওয়ার মাধ্যমে সকলকে পুনর্বাসন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আমাদের দলের চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল। তার নির্দেশেই আজকে আমরা বঙ্গবাজার এসেছি।

জাকের পার্টির চেয়ারম্যানের পক্ষ থেকে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নির্ণয়ে যথাযথ তদন্ত নিশ্চিত করারও আহ্বান জানান শামীম হায়দার। এ সময় উপস্থিত ছিলেন দলটির অতিরিক্ত মহাসচিব মুরাদ হোসেন জামাল।

পরে জাকের পার্টির মহাসচিব জাকের পার্টি চেয়ারম্যানের পক্ষ থেকে উপস্থিত ব্যক্তিদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন।