‘ভোজ্য তেল নিয়ে তেলেসমাতি’ বন্ধ করতে কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ। দলটির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, ‘সরকার নানা উদ্যোগ গ্রহণ করেও ভোজ্য তেলের সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ হয়ে অসহায় হয়ে পড়েছেন। আবারও ১২ টাকা মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে স্পষ্ট- সরকার সিন্ডিকেট ভাঙতে পারেনি।’
সোমবার (২৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এ আহ্বান জানান।
‘সিন্ডিকেটের কাছে সরকার অসহায়’ উল্লেখ করে নেতারা বিবৃতিতে অভিযোগ করেন, ‘দুর্নীতিবাজ ব্যবসায়ীরা বিভিন্ন অজুহাতে তেলের মূল্য বৃদ্ধি করে বাজারে অস্থিতিশীলতা সৃষ্টির মাধ্যমে জনগণের পকেট কেটে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।’