বানভাসিদের সহযোগিতা করা ইমানি দায়িত্ব: খেলাফত মজলিস

রক্তব্য রাখছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ইসমাঈল নূরপুরী

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ইসমাঈল নূরপুরী বলেছেন, বানভাসি মানুষ মানবেতর জীবন যাপন করছে। বন্যা কবলিত এলাকায় মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। সরকারের পক্ষ থেকে তেমন কোনও ত্রাণ তৎপরতা দেখা যাচ্ছে না। বানভাসি মানুষের সহযোগিতায় এগিয়ে আসা ইমানি ও নৈতিক দায়িত্ব।

শনিবার (২২ আগস্ট) বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলেম ও  ইসলামী সংগঠনগুলোর পাশাপাশি রাজনৈতিক দল,  শিক্ষক, চাকরিজীবী ও বিত্তশালী সবাইকে বন্যা কবলিত মানুষের দুর্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।

বাংলাদেশ খেলাফত মজলিসের আলাচনা সভা

মাওলানা ইসমাঈল নূরপুরী বলেন, আল্লাহর জমিনে আল্লাহর বিধান তথা খেলাফত প্রতিষ্ঠা করা প্রতিটি মুসলমানের ইমানি দায়িত্ব। গণমানুষকে সম্পৃক্ত করে খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে হবে। শুরায় ইসলামের বিরুদ্ধে কটূক্তিকারীদের শাস্তি মৃত্যুদণ্ডের বিধান পাস,  আহমদীয়া সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ, দেশে দেশে মুসলিম নির্যাতন বন্ধ, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া, সর্বত্র দুর্নীতি বন্ধ, আরব আমিরাত ও ইসরাইল চুক্তি বাতিল, রোহিঙ্গাদের নাগরিকত্বসহ পুনর্বাসন, খেলাফত প্রতিষ্ঠার আহবানসহ এগারো দফা প্রস্তাব পাশ করা হয়।