বাংলা ট্রিবিউন হোক গণমানুষের মুখপাত্র: জিএম কাদের

দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের দশম বর্ষপূর্তি ও একাদশ বর্ষে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। মঙ্গলবার (১৪ মে) এক অভিনন্দন বার্তায় গণমাধ্যমটির প্রকাশক, সম্পাদক, রিপোর্টারসহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানান তিনি।

অভিনন্দন বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, ‘সাফল্যের ১০ বছর পেরিয়ে বাংলা ট্রিবিউনের ১১ বছরে পদার্পণ নিঃসন্দেহে গৌরবময়। এরইমধ্যে বাংলা ট্রিবিউন মানুষের আস্থা অর্জনে সমর্থ হয়েছ। সবার আগে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে ঐতিহ্য সৃষ্টি করেছে। বাংলা ট্রিবিউন হোক গণমানুষের মুখপাত্র।’

প্রসঙ্গত, ২০১৪ সালের ১৩ মে বাংলা ট্রিবিউনের যাত্রা শুরু হয়। এক দশকের পথচলায় বাংলা ট্রিবিউন যেমন দায়বদ্ধতা ও দায়িত্বশীলতার প্রমাণ রাখার চেষ্টা করে যাচ্ছে, তেমনই সঠিক সময়ে সঠিক খবর দেওয়ার মূলমন্ত্রে পাঠকদের আস্থার জায়গাও অর্জন করতে পেরেছে।