সংরক্ষিত আসনে জাপার মনোনয়ন পেলেন সালমা ইসলাম ও নূরুন নাহার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন দলটির কো-চেয়ারম্যান, সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম ও দলের ভাইস চেয়ারম্যান নূরুন নাহার।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় পার্টি যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির পার্লামেন্টারি বোর্ডের সিদ্ধান্তে সালমা ইসলামকে ঢাকায় ও নূরুন নাহার বেগমকে ঠাকুরগাঁওয়ে মনোনয়ন দেওয়া হয়।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নিবাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ঢাকা-১ (দোহার ও নবাবগঞ্জ) আসন থেকে নির্বাচন করেন সালমা ইসলাম। ঠাকুরগাঁও-২ আসন থেকে নির্বাচন করেন নূরুন নাহার।