আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনায় প্রবেশ করছেন বিএনপির প্রতিনিধিদলের সদস্যরা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২ নাগাদ যমুনায় প্রবেশ করতে শুরু করেন।
বেলা ১২টা দিকে বিএনপির মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদে একই গাড়িতে করে যমুনায় আসেন। এর আগে এসে পৌঁছান মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ অন্য সদস্যরাও।
প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিতব্য বৈঠকে সরকারের অন্যান্য একাধিক উপদেষ্টাও যোগ দেবেন। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে পারেন বিএনপি মহাসচিব।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল যমুনায় এসেছেন। দুপুর ১২টার পর বৈঠক শুরু হয়েছে। প্রতিনিধিদলে আরও রয়েছেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ ও ইকবাল মাহমুদ টুকু।