গাজা ও রাফায় গণহত্যা এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশে বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজধানী ঢাকাসহ সব মহানগরে প্রতিবাদ ও সংহতি র্যালি করবে বিএনপি।
বুধবার (৯ এপ্রিল) দলের সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকায় নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে থেকে বিকাল ৪টায় শুরু হয়ে র্যালিটি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে।
সব মহানগরেও এ কর্মসূচি বৃহস্পতিবার হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রতিবাদ ও সংহতি র্যালিতে বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীসহ জনগণকে অংশগ্রহণ করার আহ্বানও জানিয়েছে বিএনপি।