ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ১৮ থানার সাংগঠনিক  কর্মশালা শেষ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে কর্মশালার অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র ২৪ থানার মধ্যে ইতোমধ্যে ১৮টির সাংগঠনিক কর্মশালা ও জনসম্পৃক্তি কর্মসূচি শেষ হয়েছে। 

মঙ্গলবার (৪ মার্চ) দলটির ঢাকা মহানগর যুগ্ম-আহ্বায়ক (দফতরের দায়িত্বে) সাইদুর রহমান মিন্টুর সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

বাকি থানাগুলোর কর্মশালার সময়সূচী বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ১১ মার্চ দুপুর ১২টায় গেন্ডারিয়া, ১২ মার্চ দুপুর ১২টায় শাহজাহানপুর, ১৫ মার্চ দুপুর ১২টায় সবুজবাগ, ১৬ মার্চ দুপুর ১২টায় বংশাল ও ১৭ মার্চ দুপুর ১২টায় শ্যামপুরে কর্মশালা অনুষ্ঠিত হবে।