এই মুহূর্তে প্রয়োজন জাতীয় সংসদ নির্বাচন: ফারুক

বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, শেখ হাসিনার প্রেতাত্মাদের ষড়যন্ত্র থেকে যদি রক্ষা পেতে চান, তাহলে এই মুহূর্তে প্রয়োজন একটি জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনের মধ্য দিয়েই বাংলাদেশের অভ্যন্তরীণ সব সমস্যার সমাধান হবে।

শনিবার (১ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। ‘নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূলের ঊর্ধ্বগতি এবং সারা দেশে আইনশৃঙ্খলার অবনতির’ প্রতিবাদে এ সমাবেশ করা হয়।

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘স্থানীয় নির্বাচনের বৃহত্তর সমস্যাগুলো, গত ১৬ বছরের সমস্যাগুলো কয়েকদিনে শেষ করা সম্ভব না। তাই সংস্কার যেটুকু দরকার শুধু তাই করা প্রয়োজন বলে মনে করি।’

তিনি বলেন, ‘বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল গতকাল আত্মপ্রকাশ করেছে। আমরা দেখেছি, তারা জুলাই বিপ্লবের রাজপথে থেকে ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ করেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে সহযোগিতা করেছে। জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জাগপার পক্ষ থেকে আমরা তাদের অভিনন্দন জানাই।’

তিনি বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশের তরুণ প্রজন্মের রাজনীতিতে তারেক রহমান যেভাবে উৎসাহ দিয়ে এসেছেন, সেখানে দেশের সব সমস্যার সমাধান নিহিত আছে। আমরা নতুন দলকে স্বাগত জানাই, কারণ তারা গণতন্ত্রের স্বপক্ষে যেভাবে হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন, যেভাবে রক্ত দিয়ে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠা করেছেন, তা অত্যন্ত গৌরবের। আজ সেই অধিকার ক্ষুণ্ন করার জন্য আবারও ষড়যন্ত্র চলছে।‌ এই ষড়যন্ত্র থেকে মুক্তি পেতে হলে জাতীয় নির্বাচনের বিকল্প নেই।’

জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন রিয়াজের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী সমমনা জোট ও দলীয় নেতারা।