বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র আ. ম. অহিদ আহমদ বলেছেন, বেশ কয়েকজন ব্রিটিশ সংসদ সদস্যসহ মূলধারার বর্ষীয়ান রাজনীতিবিদ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তবে খালেদা জিয়ার পরিবারের তরফে বিষয়টিতে এই মুহূর্তে নিরুৎসাহিত করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে আ. ম. অহিদ আহমদ এ তথ্য জানান।
আ. ম. অহিদ আহমদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ব্রিটিশ রাজনীতিবিদদের আগ্রহের বিষয়টি আমি রবিবার (১২ জানুয়ারি) রাতে হাসপাতালে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অবহিত করেছি। তবে পরিবারের পক্ষ থেকে এই মুহূর্তে এ ব্যাপারে নিরুৎসাহিত করা হচ্ছে। আমাদের সবাইকে বুঝতে হবে, বর্তমানে ওনার নির্বিঘ্ন চিকিৎসাসেবা সবচেয়ে বেশি দরকার। দেশনেত্রীর জন্য সবাইকে মহান আল্লাহর কাছে দোয়া করতে ও হাসপাতালে ভিড় না করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।’
অহিদ আহমদ আরও বলেন, ‘খালেদা জিয়ার লন্ডনে চিকিৎসার খবর পেয়ে অনেক শ্বেতাঙ্গ প্রবীণ রাজনীতিবিদ হাসপাতালে ওনাকে দেখতে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তাদের অনেকেই খালেদা জিয়ার সঙ্গে অতীতে কাজ করেছেন এবং তার সঙ্গে দেখাও হয়েছে।’
রবিবার রাতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মাহিদুর রহমান ও অহিদ আহমদ খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ-খবর নিতে সেন্ট্রাল লন্ডনের হাসপাতালে যান। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তখন সেখানে উপস্থিত ছিলেন।
অহিদ আহমদ বলেন, ‘খালেদা জিয়াকে কারান্তরীণ রাখার সময় সঠিক চিকিৎসা না দেওয়ায় তার শারীরিক অবস্থার ক্ষতি হয়েছে। তারেক রহমান বলেছেন মায়ের চিকিৎসাই এ মুহূর্তে ওনার সর্বোচ্চ প্রায়োরিটি। নিজ হাতে মায়ের সেবা করতে পেরে তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন। খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় তারেক রহমান দেশবাসীর দোয়া কামনা করেছেন।’