কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মঞ্জুকে অব্যাহতি দিয়েছে বিএনপি

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগীয়) নজরুল ইসলাম মঞ্জুকে তার পদ থেকে অব্যাহতি দিয়েছে বিএনপি। তার দায়িত্বে খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হিসেবে অনিন্দ্য ইসলাম অমিতকে আনা হয়েছে।

শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে বিএনপির কেন্দ্রীয় দফতরের একটি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নজরুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিএনপির দায়িত্বশীলসূত্র বাংলা ট্রিবিউনকে জানায়, সম্প্রতি খুলনা মহানগর কমিটিতে নজরুল ইসলাম মঞ্জুকে না রাখার কারণে তিনি সংবাদ সম্মেলন করে অনাস্থা জানান। পরে দলের পক্ষ থেকে তাকে শোকজ করা হয়। শোকজের জবাবে হাইকমান্ড সন্তুষ্ট না হওয়ায় শনিবার তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

দফতরসূত্র জানায়, অব্যাহতির বিষয়ে নজরুল ইসলামকে ও নতুন দায়িত্বের বিষয়ে অনিন্দ্য ইসলামকে আজ চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর অ্যাডভোকেট শফিকুল আলম মনাকে আহ্বায়ক, তরিকুল ইসলাম জহিরকে ১নং যুগ্ম আহ্বায়ক ও মো. শফিকুল আলম তুহিনকে সদস্য সচিব করে খুলনা মহানগরীতে নতুন কমিটি করে বিএনপি। প্রায় ২৯ বছর পর নগর কমিটির নেতৃত্ব থেকে ছিটকে পরে ১২ ডিসেম্বর অনুসারীদের নিয়ে সংবাদ সম্মেলন করেন নজরুল ইসলাম মঞ্জু। সেখানে তিনি নতুন কমিটি পুনঃমূল্যায়ন করার আহ্বান জানান। ওই সংবাদ সম্মেলনের পরই শোকজ করা হয় তাকে।