রিজভীর নেতৃত্বে মিরপুরে মিছিল

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও তার বিদেশে সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে মিরপুর ১০ নম্বর এলাকার আল হেলাল হাসপাতালের সামনে থেকে শুরু  হয়ে শেওড়াপাড়া এসে শেষ হয়।

কয়েক মিনিটের মিছিলে রুহুল কবির রিজভী আহমেদের অনুসারী বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।