উপ-নির্বাচন থেকে আন্দোলনের ডাক দেবেন সালাহউদ্দিন

সালাউদ্দিনের গণসংযোগঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘এই নির্বাচন গণতন্ত্র রক্ষার নির্বাচন। এ নির্বাচন খালেদা জিয়ার নির্বাচন, এই নির্বাচন তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে আন্দোলনের ডাক দেবো।’

রবিবার (৪ অক্টোবর) রাজধানীর সায়েদাবাদ এলাকায় নির্বাচনি গণসংযোগকালে এক পথসভায় এসব কথা বলেন সালাহউদ্দিন। এসময় তার সঙ্গে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনের উদ্দেশে সালাহউদ্দিন বলেন, ‘আপনারা সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেন না হলে এদেশের জনগণ আপনাদের বিচার করবে।’

বর্তমান নির্বাচন কমিশনকে অটিস্টিক হিসেবে অবহিত করে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, ‘এই সরকার যে গুণ্ডামির নির্বাচন করছে স্বৈরাচার এরশাদের সময় আমরা এ ধরনের নির্বাচন দেখেছি। কিছু কিছু ক্ষেত্রে স্বৈরাচার এরশাদের কায়দায় এবং তার চাইতে বেশি খারাপভাবে নির্বাচন চালু করেছে এই নির্বাচন কমিশন। এটি একটি অটিস্টিক নির্বাচন কমিশন।’

রবিবার যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে গণসংযোগ শুরু করে সাযয়েদাবাদ, ধলপুর নতুন রাস্তা, গোলাপবাগ স্টেডিয়াম মার্কেট, সায়েদাবাদ বাস টার্মিনাল, সায়েদাবাদ জনপদ মোড় হয়ে ৪৮ ও ৪৯ নং ওয়ার্ড এর বিভিন্ন এলাকা ঘুরে আবার যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে এসে শেষ হয়।

গণসংযোগে আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিন বিএনপির সহ সভাপতি আতিকুল্লাহ আতিক, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিনসহ যাত্রাবাড়ী-ডেমরা থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।