জুলাই-আগস্টে হামলা-হত্যার তথ্য সংগ্রহ করছে আ.লীগ

ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকারের পতন হয় গত ৫ আগস্ট। এই আন্দোলন শুরুর সময় জুলাই ও আগস্টের এখন পর্যন্ত (৩০ আগস্ট) সারা দেশে দলীয় নেতাকর্মী-সমর্থকদের হত্যা, কার্যালয় ও বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, সরকারি স্থাপনা ও থানায় হামলার ভিডিও, ছবি ও সংবাদের লিংক কিংবা ফেসবুক-ইউটিউবের প্রতিবেদনসহ সব তথ্য ই-মেইলে সংগ্রহ করছে দলটি।

শুক্রবার (৩০ আগস্ট) ফেসবুকে আওয়ামী লীগের ভেরিফায়েড পেজে পোস্ট দিয়ে এসব তথ্য পাঠানোর জন্য দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও তৃণমূলের কর্মী-সমর্থকদের প্রতি আহ্বান জানানো হয়।

ই-মেইল ঠিকানা হিসেবে info@albd.org এবং webteam@albd.org মেইল অ্যাড্রেস দেওয়া হয়েছে।

হামলার তথ্য তথ্য চেয়েছে আওয়ামী লীগ

ফেসবুক পোস্টে আরও উল্লেখ করা হয়েছে, বর্তমান অরাজক পরিস্থিতিতে আপনার পরিচয় বা তথ্যের রেফারেন্স গোপন রাখা হবে।

উল্লেখ্য, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় থেকে শুক্রবার জানানো হয়েছে, জুলাইয়ের ১ তারিখ থেকে আগস্টের ১৫ তারিখ পর্যন্ত ৪৬ দিনে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার ‘নিরপেক্ষ ও স্বাধীন’ তদন্ত করবে জাতিসংঘ। একইসঙ্গে কারা এর সঙ্গে জড়িত, মানবাধিকার লঙ্ঘনের মূল কারণ কী, সেটিও খুঁজে বের করে ন্যায়বিচার ও দায়বদ্ধতা নিশ্চিত করা হবে।

এরপরই আওয়ামী লীগ তথ্য সংগ্রাহের এই আহ্বান জানালো।