সরকারের সব উন্নয়ন-অগ্রগতি শ্রমিকদের মাধ্যমেই হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, ‘শ্রমিক-কর্মচারী একটি জাতির মেরুদণ্ড। তাদের হাত দিয়েই সরকারের মাঠ পর্যায়ের সব কর্মকাণ্ড পরিচালিত হয়। সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অফিসে বসে বিভিন্ন প্রকল্প তৈরি করেন আর তা বাস্তবায়ন করেন শ্রমিকরা।
বুধবার (১ মে) বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগের সমাবেশ ও আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রমিকদের নিয়ে সংগ্রাম করে আওয়ামী লীগ গঠন করেন উল্লেখ করে মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘বঙ্গবন্ধু মাত্র সাড়ে তিন বছরে সদ্য স্বাধীন বাংলাদেশকে আধুনিক দেশ হিসেবে গড়ে তুলেছিলেন। সেটাও সম্ভব হয়েছিল শ্রমিকদের জন্য। শ্রমিক-মালিক বৈষম্য দূর করতে কৃষক শ্রমিক আওয়ামী লীগ গঠন করেছিলেন বঙ্গবন্ধু। দুর্ভাগ্য আমাদের, জাতির পিতা সেই লক্ষ্য পূরণের সুযোগ পাননি।’
তিনি বলেন, ‘দ্রব্যমূল্যের কারণে শ্রমিকদের জীবন চালানো কঠিন হয়ে যাচ্ছে। আমরা জানি, করোনা ও রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের কারণে বৈশ্বিক সংকটে আমরা কিছুটা হলেও আক্রান্ত হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতার সঙ্গে সেই সংকট কাটিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তারপরও কিছু মুনাফালোভী অসাধু উপায়ে দ্রব্যমূল্য বাড়িয়ে দিচ্ছে।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনা মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছেন। সবাই তার সুবিধা পাচ্ছেন। অতীতে যারা ক্ষমতায় এসেছিল তারা শ্রমিকদের মিথ্যা আশ্বাস দিয়েছিল।’
জাতীয় শ্রমিক লীগের সভাপতি নূর কুতুব আলম মান্নানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন– আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আফজাল হোসেন প্রমুখ। জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।