আ.লীগের ২২তম সম্মেলন ২৪ ডিসেম্বর

ক্ষমতাসীন আওয়ামী লীগের ২২তম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। একদিনেই এই সম্মেলন শেষ হবে। শুক্রবার (২৮ অক্টোবর) আওয়ামী লীগের কার্যনির্বাহী সভায় এই সিদ্ধান্ত হয়। বৈঠকের একপর্যায়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমকে এই সিদ্ধান্ত জানান।

এর আগে বিকাল ৪টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলটির কার্যনির্বাহী কমিটির বৈঠক শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত বৈঠকটি এখনও চলছে। এতে সভাপতিত্ব করছেন শেখ হাসিনা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানে একদিনেই এবারের সম্মেলন শেষ হবে। সাধারণত আওয়ামী লীগের সম্মেলন দুই দিনব্যাপী হয়ে থাকলেও এবার একদিনেই শেষ হবে।’

সম্মেলনের অনুষ্ঠানসূচির তথ্য তুলে ধরে তিনি জানান, ওই দিন সকালে উদ্বোধনী অধিবেশন দিয়ে সম্মেলন শুরু হবে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সম্মেলনে সভাপতিত্ব করবেন। দুপুরে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে সম্মেলন।

এর আগে ২০১৯ সালের ২০-২১ ডিসেম্বর দলটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। 

বর্তমান বৈশ্বিক সংকটের কারণে সম্মেলনের আনুষ্ঠানিকতায় ব্যয় কমাতে একদিনেই করা হবে বলে জানা গেছে। বৈঠকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বক্তব্যেও তেমন ইঙ্গিত পাওয়া গেছে।

সম্মেলন সাদামাটাভাবে করার কথা জানিয়ে তিনি বলেন, ‘সম্মেলন প্রস্তুতি কমিটি করতে হবে, কতগুলো ‍উপকমিটি করতে হবে। যেহেতু বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা যাচ্ছে, আমাদের দেশেও সেই অবস্থা। এবারের সম্মেলন আমরা খুব শানশওকত করে করবো না। খুব সীমিত আকারে, অল্প খরচে। সাদাসিধেভাবে আমাদের সম্মেলনটা করতে হবে।’

বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যরা উপস্থিত রয়েছেন।