করোনার কারণে সীমিত সংখ্যায় সদস্যদের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। বাকিদের মতামত নেওয়া হবে ফোনে। নির্বাচন কমিশন পাঁচটি আসনের মধ্যে সবগুলোর ভোটের তারিখ নির্ধারণ না করলেও আওয়ামী লীগ তাদের প্রার্থী চূড়ান্ত করে রাখছে।
কমিশন শূন্য আসনগুলোর মধ্যে পাবনা-৪ আসনের তফসিল দিয়েছে। ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। সিরাজগঞ্জ-১ এবং ঢাকা-১৮ আসনের বাকি দুটির বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। পাঁচটি আসনের উপনির্বাচনে ১৪১ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তাদের মধ্য থেকে বাছাই করে প্রার্থিতা চূড়ান্ত করা হবে।