‘এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সে’র প্রস্তুতি কমিটি

জুলাই অভ্যুত্থানে অসামান্য অবদান রাখা প্রবাসী বাংলাদেশিদের রাষ্ট্র পুনর্গঠনমূলক কাজে সংগঠিত করার লক্ষ্যে ডায়াস্পোরা অ্যালায়েন্স গঠনের উদ্যোগ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।

‘এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স’ স্বাধীন ও স্বতন্ত্র গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হবে এবং দেশীয় ও আন্তর্জাতিক আইনি কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করবে। এর মূল লক্ষ্য হবে নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রবাসীদের অংশগ্রহণ এবং তাদের ভোটাধিকার নিশ্চিত করা।

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর অনুমোদনক্রমে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সে’র নিম্নোক্ত প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (২৭ এপ্রিল রাতে) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের প্রস্তুতি কমিটি কো-অর্ডিনেটর দিলশানা পারুল, এশিয়া প্রতিনিধি ড. নাফিজ রেজা, ইয়াকুব আলী ও জুবায়ের আহমেদ, মধ্যপ্রাচ্য প্রতিনিধি সাইফ সারোয়ার ও ড. মনির উদ্দিন আহমেদ, মালয়েশিয়া প্রতিনিধি আনামুল হক ও আলমগীর আকাশ, ইউরোপ প্রতিনিধি ওমর ঢালী ও মারজুক আহমেদ, যুক্তরাজ্য প্রতিনিধি নুরুল হুদা ও ইমা ইসলাম, যুক্তরাষ্ট্র প্রতিনিধি তারিক আদনান মুন ও তাওহিদ তানজিম, কানাডা প্রতিনিধি মুনতাসির মামুন ও নাহিদ ইসলাম, অস্ট্রেলিয়া প্রতিনিধি সালওয়া শামস ও উল্লাশ জায়েদ, কেন্দ্রীয় প্রতিনিধি তাসনিম জারা, এহতেশামুল হক ও মাহাবুব আলম।