ঈদের পর দেশে ফিরতে পারেন খালেদা জিয়া

লন্ডনে চিকিৎসা‌র জন্য যাওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পবিত্র ঈদুল ফিতরের পর দেশে ফিরতে পারেন। তার স্বাস্থ্যের অবস্থা তুলনামূলক এখন অনেকটা ভালো। পরিবারিক আবহে মানসিকভাবেও স্বাচ্ছন্দ্যে রয়েছেন।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এম এ মালেক বৃহস্প‌তিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে বলেন, ‘ম্যাডাম ও তারেক রহমান লন্ডনে একসঙ্গে কখ‌নও ঈদ করেননি। আর কখ‌নও হয়ত তারা লন্ডনে রোজায় থাকবেনও না। বহু‌দিন মা-ছেলে একসঙ্গে রোজা ও ঈদ কোনোটাই করেন‌নি। ম্যাডামের যেহেতু চি‌কিৎসা চলছে তাই আমার ধারণা তিনি রোজা ও ঈদ এখানে কাটাবেন।’

এম এ মালেক আরও জানান, খালেদা জিয়ার শারী‌রিক অবস্থা এখন অনেক ভালো।

উল্লেখ্য, লন্ডনের কিংস্টনে ছেলে তারেক রহমানের বাসায় থেকেই বর্তমানে চি‌কিৎসা নিচ্ছেন খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চি‌কিৎসক ও দলটির স্থায়ী কমি‌টির সদস্য ডা. এ জেড এম জা‌হিদ হোসেন জানান, চিকিৎসকরা বাসায় গিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্যের নিয়‌মিত ম‌নিট‌রিং করছেন।