বাজেট নিয়ে যা বলছে রাজনৈতিক দল ও সংগঠনগুলো

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়া জানিয়েছে বেশ কয়েকটি রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন। এসব দলের নেতারা দাবি করেছেন, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রস্তাবিত বাজেট ‘কল্পনাবিলাসী ও বৈষম্যের দলিল’। ‘পোশাক শ্রমিকসহ শ্রমজীবীদের জন্য বাজেটে বিশেষ বরাদ্দ ও রেশন ব্যবস্থা না থাকার’ নিন্দা জানিয়েছে কয়েকটি সংগঠন।

বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী। সংসদে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন তিনি।

কল্পনাবিলাসী বৈষম্যের দলিল, জাগাতে পারেনি আশা’ 

অর্থনৈতিক সংকট নিরসনে এ বাজেট কোনও আশা জাগাতে পারেনি বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের জোটসঙ্গী ওয়ার্কার্স পার্টি। দলটির পলিটব্যুরো প্রস্তাবিত বাজেট সম্পর্কে প্রাথমিক প্রতিক্রিয়ায় বলেছে, বাজেট প্রস্তাবে নতুন অর্থমন্ত্রী সাবেক অর্থমন্ত্রীর পথে হেঁটেছেন। বাজেট প্রস্তাবে বর্তমান অর্থনৈতিক সংকটের বাস্তবতা স্বীকার করা হলেও তা নিরসনে কোনও কার্যকরী কৌশল নির্দেশ করা হয়নি। বৈশ্বিক পরিস্থিতির উপর অর্থনীতির বর্তমান সংকটের দায় রাখা হয়েছে। দুর্নীতি সম্পর্কে জিরো টলারেন্স নীতির কথা বলা হলেও সর্বগ্রাসী দুর্নীতি কমিয়ে আনার কর্মকৌশলের কথা বলা হয়নি।  বরং কালো টাকা সাদা করার যে পদক্ষেপের কথা বাজেট প্রস্তাবে বলা হয়েছে তাতে উচ্চ পর্যায়ে দুর্নীতি আরও উৎসাহিত হবে। এবং সমাজের দুর্নীতি আরও বাড়বে।

‘২০২৪-২৫ অর্থবছরের বাজেটকে লুটেরা সরকারের প্রতিচ্ছবি’ বলে দাবি করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি মনে করেন, ‘এই বাজেট দেশের অর্থনীতিকে আরও গভীর অন্ধকারে নিমজ্জিত করবে। প্রস্তাবিত বাজেটে বেনজীর, আজিজ, এস আলমদের মতো সরকারের অলিগার্কদের লুটপাট, দুর্নীতির সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে। বাজেটে জনগণকে নতুন করে লুট করার পরিকল্পনা করা হয়েছে।’

প্রস্তাবিত বাজেট জনগণকে ঋণের মহাসাগরে ডোবাবে উল্লেখ করে গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী যৌথ বিবৃতিতে বলেন, ‘বাস্তবতাবিবর্জিত ও লোপাটের বাজেট লুটপাটের জন্যই প্রস্তাব করা হয়েছে, জনগণের জন্য এই বাজেট ভয়ংকর ফাঁদ। বিদেশি ঋণনির্ভর এই বাজেটে জনগণ শুধু ভোগান্তিতে পড়বে, পক্ষান্তরে ঋণখেলাপি ও পাচারকারীরা চুরির বিজয়োল্লাস করবে।’

বাজেটের পর গণমাধ্যমে পাঠানো প্রতিক্রিয়ায় বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুঁইয়া বলেছেন, এবারের বাজেটও দারিদ্র্য, বৈষম্য, লুটপাটের দলিল ছাড়া আর কিছু নয়। এই বাজেটে সাধারণ মানুষের স্বার্থ নাই বরং প্রস্তাবিত বাজেট ধনিক ও লুটেরা শ্রেণির স্বার্থ রক্ষা করবে বলে মন্তব্য করেছেন তারা।

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ এক প্রতিক্রিয়ায় উল্লেখ করেন, ‘“সংকটকালে আওয়ামী লীগ সরকার প্রায় ৮ লাখ কোটি টাকার যে বাজেট পেশ করেছে সেটা তুলনামূলক বিশ্লেষণে তাদের তিন মেয়াদে সবচেয়ে সংকুচিত বাজেট। তাদের স্বভাবসুলভ এই বাজেট উচ্চাভিলাষী নয়, কল্পনাবিলাসী।’

তিনি বলেন, ‘পরিবেশ এবং প্রতিবেশ নিয়ে এই বাজেটে অর্থমন্ত্রী কোনও কথা বলেন নাই অথচ চলতি বছর আমরা রেকর্ড তাপপ্রবাহের মধ্য দিয়ে যাচ্ছি। সবুজ বনায়ন সৃষ্টি, প্লাস্টিকের দূষণ রোধ, দখল হওয়া খাল-নদী উদ্ধার এবং খনন এসব বিষয়ে বাজেটে অগ্রাধিকার থাকার প্রয়োজন ছিল।’

শ্রমিকদের জন্য বিশেষ বরাদ্দ না থাকার নিন্দা

‘পোশাক শ্রমিকসহ শ্রমজীবীদের জন্য বাজেটে বিশেষ বরাদ্দ ও রেশন ব্যবস্থার কথা না থাকার নিন্দা’ জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। বাজেট প্রতিক্রিয়ায় সংগঠনটির সভাপ্রধান তাসলিমা আখতার ও সাধারণ সম্পাদক বাবুল হোসেন যৌথ বিবৃতিতে বলেন, ‘রফতানি আয়ের শীর্ষ খাতের কারিগর পোশাক শ্রমিকসহ শ্রমজীবীদের জীবনযাত্রায় স্বস্তি আনতে কোনও সুনির্দিষ্ট পদক্ষেপ দেখা যায়নি বাজেটে। মূল্যস্ফীতির নিষ্ঠুরতা থেকে মুক্তি দিতে পোশাক শ্রমিক ও শ্রমজীবীদের জন্য রেশনিং ও শ্রম খাতে বরাদ্দ দাবি শ্রমিক সংগঠন থেকে উঠলেও সেটি এই বাজেটে লক্ষ্য করা যায়নি। ’

তারা বলেন, সামাজিক সুরক্ষা খাত থেকে পোশাক শ্রমিকসহ নিম্ন আয়ের মানুষের সুবিধা বাড়ানোর দাবি করা হলেও এবারও তার কোনও স্পষ্ট নির্দেশনা নেই। টিসিবির ১ কোটি ফ্যামেলি কার্ড কাদের বিতরণ করা হয়েছে জনগণের কাছে তার কোনও সুস্পষ্ট হিসাব নাই। যতদূর জানা যায়, ফ্যামিলি কার্ড ক্ষমতাসীন সরকারের দলীয় আয়োজনে বণ্টন করা হয়।’ 

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজেকুজ্জামান রতন ও সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল বলেন, ‘শ্রমিকদের সুরক্ষার জন্য সরকার বাজেটে সুনির্দিষ্ট কোনও বরাদ্দ রাখেনি। শ্রমিকরা দুস্থ নয় যে দুস্থভাতার বরাদ্দকে শ্রমিকদের জন্য বরাদ্দ বলে বিবেচনা করা হবে।

তারা উল্লেখ করেন, ‘সরকার বাজেটে মূল্যস্ফীতি সাড়ে ছয় শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে অথচ শ্রমিকের মজুরির বাৎসরিক বৃদ্ধি মাত্র পাঁচ শতাংশ অর্থাৎ সরকার ঘোষণা দিয়ে শ্রমিকের প্রকৃত মজুরি, ক্রয়সক্ষমতা কমাচ্ছে।

সংস্কৃতি খাতের জন্য জন্য হতাশাজনক

সংস্কৃতি খাতের জন্য আরও একটি হতাশাজনক বাজেট প্রস্তাব করা হয়েছে বলে মনে করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। এক বিবৃতিতে উদীচীর সভাপতি অধ্যাপক বদিউর রহমান এবং সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে জানান, এটি সাংস্কৃতিক জাগরণের অনুকূল নয়। তারা বলেন, গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারের বাজেটও দেশের সংস্কৃতিকর্মীদের হতাশ করেছে।

বার্ষিক লুটপাটের বরাদ্দপত্র

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বাজেট প্রতিক্রিয়ায় বলেন, ‘জনগণের ভোটাধিকার হরণ করে ডামি নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার পুনরায় ক্ষমতা দখল করেছে। ৬ জুন জাতীয় সংসদে ৭ লাখ ৯৭ হাজার কোটি অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেট জনগণের ওপর বাড়তি কর আরোপের একটি বাজেট মাত্র। এই বাজেট দেশ ও দেশের জনগণের জন্য কোনও কল্যাণ বয়ে আনবে না। জনস্বার্থবিরোধী প্রস্তাবিত বাজেট দেশবাসী প্রত্যাখ্যান করছে।”

‘জনসমর্থনহীন অবৈধ সংসদের জাতীয় বাজেট ঘোষণার নৈতিক অধিকার নেই’ বলে মন্তব্য করেছন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। বাজেট প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘যে সরকার নিজেই সংবিধান লঙ্ঘন করে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, ডামি নির্বাচনের মাধ্যমে ছলে-বলে গদি দখল করে নেয়। বিচারবিভাগকে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে দেয়, এমন রাজনৈতিক বৈধতাবিহীন সরকারের বাজেটও বৈধ নয়। যে বাজেট ঘোষণা করা হয়েছে তা বার্ষিক লুটপাটের বরাদ্দপত্র।’

প্রস্তাবিত বাজেটকে ঋণনির্ভর ও অবাস্তব অখ্যায়িত করেছে খেলাফত মজলিস। দলের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ‘ঋণনির্ভর এ বিশাল ঘাটতি বাজেটে সাধারণ জনগণের কোনও ফায়দা হবে না।’