জাকের পার্টির ‘বিশ্ব ইসলামি সম্মেলন’ অনুষ্ঠিত

জাকের পার্টির প্রতিষ্ঠাতা মাওলানা শাহ্সূফী খাজা ফরিদপুরীর (র.) ওফাত দিবস উপলক্ষে ২ দিনব্যাপী ‘বিশ্ব ইসলামি সম্মেলন’ মঙ্গলবার ফরিদপুরের বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিলে শুরু হয়।

ফরিদপুরী (র.) ছাহেবের মাজার জিয়ারতের মধ্য দিয়ে আজ বুধবার (১ মে) এই সম্মেলন শেষ হয়। জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসলমান, জাকের পার্টি ও সহযোগী সংগঠনগুলোর অনুসারী, নেতাকর্মী এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের শান্তিকামী মানুষ সম্মেলনে অংশ নেয় বলে জানায় জাকের পার্টি।