শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। মাওলানা কাসেমীর প্রেস সচিব মাওলানা মুনির আহমদের স্বাক্ষরে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
কাসেমী বলেন, ‘কূটনৈতিক প্রটোকল অনুযায়ী ভারতের পররাষ্ট্র সচিবের বৈঠক হওয়ার কথা বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে। কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে একজন সচিব পদমর্যাদার ব্যক্তি বৈঠকে বসার সুযোগ পায় কী করে?’
তিনি বলেন, ‘বলা হচ্ছে হর্ষবর্ধন শ্রিংলা বলে গেছেন ভারত বাংলাদেশকে অক্সফোর্ডের টিকা দেবে। কিন্তু আজকে (শুক্রবার, ২১ আগস্ট) ভারতের পত্রিকায় দেখলাম, তারা রাশিয়ার কাছে টিকা চায় এবং বিভিন্ন দেশে আরও টিকা খুঁজছে। যে দেশ নিজেদের সংকটই মেটাতে পারছে না, তারা কী করে আমাদের টিকা দেবে? আর অক্সফোর্ডের টিকার দরকার হলে বাংলাদেশ নিজেই তো ব্রিটেন থেকে সেটা সংগ্রহ করতে পারে। ব্রিটিশ টিকা ভারতের কাছ থেকে নিতে হবে কেন?’