ঢাকা বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সংগ্রহ শুরু

ঢাকা বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সংগ্রহ শুরু ঢাকা মেট্রোপলিটন বারে (আইনজীবী সমিতি) জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (৪ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন বারের হলরূমে ফোরামের সদস্য ফরম বিতরণের মাধ্যমে সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বিএনপির যুগ্ম মহাসচিব ও ফোরামের যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির জন্য একটি সুসংগঠিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের গুরুত্ব অপরিসীম। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পুনর্গঠনের কাজ সব জেলা বারে শুরু হয়েছে এবং আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচনের মাধ্যমে এই পুনর্গঠনের কাজ শেষ করার নির্দেশনা রয়েছে।’

মাহবুব উদ্দিন খোকন বলেন,  ‘ঢাকা মেট্রোপলিটন বারের জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম অতীতের মতো ভবিষ্যতেও গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে দুর্বার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে।  এই অগ্রযাত্রায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি সবসময়ই পাশে থাকবে।’

প্রসঙ্গত, আগামী ১৫ নভেম্বর পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন বারের সদস্য সংগ্রহ কর্মসূচি চলবে।