বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
দুঃসময়ে বিসিবি সাকিবের পাশে থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন বলেন, ‘ক্রিকেটের সর্বোচ্চ বিশ্ব সংস্থা আইসিসি দুর্নীতির বিরুদ্ধে অত্যন্ত শক্ত অবস্থান নিয়েছে। সাকিবের মতো প্রতিভাবান খেলোয়াড়দের পেছনে যে জুয়াড়িরা লাগবে, তা স্বাভাবিক। সাকিব তার ভুল স্বীকার করেছেন। তিনি জুয়াড়িদের প্রস্তাবে সাড়া দেননি কিন্তু নিয়ম অনুযায়ী তা কর্তৃপক্ষকে অবহিত না করার ভুল করেছেন। এ ভুল থেকে শিক্ষা নিয়ে সাকিব আবার ক্রিকেট মাঠে ফিরে আসবেন।’