মঙ্গলবার (২৮ মে) বেসরকারি একাত্তর টেলিভিশনের ‘একাত্তর জার্নাল’ এর আলোচনায় এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, আমাদের নিজেদের মধ্যে ভিন্ন মত থাকতে পারে। তবে কতগুলো বিষয়ে আমাদের এক জায়গায় হতে হবে। এটা না পারা এক ধরনের ব্যর্থতা।
বিএনপির সাম্প্রতিক রাজনীতিকে কীভাবে দেখছেন - সঞ্চালকের এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিএনপি সংরক্ষিত নারী আসনে রুমিন ফারহানাকে মনোনয়ন দিয়েছে। এটি সাম্প্রতিককালে দলটির সবচেয়ে ভালো সিদ্ধান্ত।
আসন্ন জাতীয় বাজেট নিয়ে আলোচনায় জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের অংশ নেওয়া উচিত মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. আবুল বারকাত আসন্ন অর্থবছরের বাজেট প্রস্তাব দিয়েছেন। আমি সেই কপিটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও গণফোরামের সভাপতি ড. কামালকে দিয়েছি। আমি মনে করি, জাতীয় বাজেট নিয়ে সংসদের ভেতরে ও বাইরে জাতীয় ঐক্যফন্টেরও আলোচনা করা উচিত।
আমি সব রাজনৈতিক দলের শুভানুধ্যায়ী
ডা. জাফরুল্লাহ চৌধুরীর মতামত বিএনপির মতামত নয়, বিএনপি তার মতামতকে গ্রহণ করলে ভালো হতো- এক আলোচকের এ মন্তব্যের বিষয়ে বিএনপিপন্থী এ বুদ্ধিজীবী বলেন, ‘আমি তো বিএনপির সদস্য নই, একজন শুভানুধ্যায়ী। আমি সব রাজনৈতিক দলের শুভানুধ্যায়ী। আমি মনে করি, আমলাতান্ত্রিকতা, স্বৈরাচার এগুলো আমাদের কখনও মুক্তি আনবে না। মুক্তিযুদ্ধের চেতনার প্রতিষ্ঠা হবে না।’
আলোচনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক উদিসা ইসলাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ড. এস এম মাসুম বিল্লাহ।
আরও পড়ুন: রাজনীতিকদের ৩০ টাকার ইফতার করালো বিএনপি