রবিবার (৩১ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদ আয়োজিত স্বাধীনতা দিবস উপলক্ষে 'ছয় দফা থেকে এক দফা, বঙ্গবন্ধু শেষ কথা, বাংলার স্বাধীনতা ও বর্তমান প্রেক্ষিত' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘অনেক জ্ঞানপাপী আছেন যারা আজ বলেন বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেননি। কিন্তু বঙ্গবন্ধু ৭ মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। যার জন্য সারা বাংলার মানুষ একত্রিত হয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন।’
তিনি আরও বলেন, ‘বিএনপি-জামায়াতের সেই জ্ঞানপাপীরা ২০১৩-১৪ সালে আগুন সন্ত্রাস করে যেভাবে ষড়যন্ত্র করেছিল আজও তারা সেভাবে ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের একটি অংশ হচ্ছে নির্বাচনকে মেনে না নেওয়া। তারা দেশের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত আছে।’
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হক সবুজ, পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফুলু সরকার ও পরিষদের অন্য নেতারা।