নিবন্ধন পেলো ববি হাজ্জাজের এনডিএম

ববি হাজ্জাজ

নির্বাচন কমিশনের নিবন্ধন পেলো জাতীয় গণতান্ত্রিক দল-এনডিএম। সিংহ প্রতীক পাওয়া এনডিএমের নিবন্ধন নম্বর ৪৩। ববি হাজ্জাজের নেতৃত্বাধীন এ দলটিকে উচ্চ আদালতের নির্দেশনায় নিবন্ধন দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন (ইসি) বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দলটিকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করে। ইতোপূর্বে ইসি এনডিএমের নিবন্ধন আবেদন নাকচ করে দিয়েছিল।

এনডিএম’কে নিবন্ধন দিতে উচ্চ আদালতের নির্দেশনানতুন নিবন্ধিত এ দলটিসহ ইসির নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা দাঁড়ালো ৪০। ২০০৮ সাল থেকে নির্বাচনমুখী দলগুলোকে নিবন্ধন দিচ্ছে ইসি। নিবন্ধন ছাড়া কোনও দল নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে পারে না।
২০১৭ সালের ২৪ এপ্রিল দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ববি হাজ্জাজের নেতৃত্বে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করে এনডিএম।
প্রসঙ্গত, এর আগে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের রাজনৈতিক উপদেষ্টা হয়ে আলোচনায় আসেন ববি হাজ্জাজ। পরে এরশাদ তাকে বহিষ্কার করলে নিজেই নতুন দল গঠন করেন।
এরপর দলটি ইসির কাছে নিবন্ধনের জন্য আবেদন করে। কিন্তু ‘শর্ত’ পূরণ না হওয়ায় ইসি ওই নিবন্ধন আবেদন নাকচ করে দেয়। পরে ববি হাজ্জাজ ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট করলে আদালত তার দলকে নিবন্ধনের নির্দেশনা দেন।