রবিবার (১৩ জানুয়ারি) দুপুরে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার ৯ নং বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে নাইকো দুর্নীতি মামলার শুনানির সময় তিনি এ কথা বলেন।
এর আগে এই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ তার নিজের পক্ষে শুনানিতে বলেন, ‘আজ আমরা বিরোধী দলে আছি বলে এই অবস্থা।’ সে সময় এক আইনজীবী প্রশ্ন করেন ‘আমরা কি বিরোধী দলে আছি?’ তখন খালেদা জিয়া মুচকি হেসে বলেন, বিরোধী দল সংসদেও হয়, সংসদের বাইরেও হয়। বিরোধী দল সবখানেই হয়। জনগণের হয়ে যারা কথা বলেন তারাই বিরোধী দল।’
শুনানি শেষে দুপুর ১টা ৫৩ মিনিটে খালেদা জিয়াকে হুইল চেয়ারে করে আবারও কারাগারে নিয়ে যাওয়া হয়। এর আগে দুপুর ১২টা ২০ মিনিটে তাকে আদালতে হাজির করা হয়। এ মামলার পরবর্তী শুনানির তারিখ ২১ জানুয়ারি ধার্য করা হয়েছে।