সোমবার (৭ জানুয়ারি) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর জাকের পার্টির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মোস্তফা আমীর ফয়সল বলেন, ‘জনগণ কি আসলে জনগণের জায়গায় আছে? জনগণের কী মূল্য আছে? সরকার চেষ্টা করে যাচ্ছে। আমাদের যথাযথ সহযোগিতা করতে হবে। দেশের পাচঁ কোটি পরিবারের ভরণ-পোষণ, লালন-পালনের ভার ৩০০ সংসদ সদস্যের ওপর। তারাই বিপুলসংখ্যক পরিবারের মা-বাবা। তাদের কর্তব্য হলো গরিব-দুঃখী, মেহনতি পরিবারকে খাওয়ানো। যদি তা না হয়, তাহলে সংসদে গিয়ে মানুষের ভাগ্যের কোনও পরিবর্তন হবে না।’
জাকের পার্টির চেয়ারম্যান বলেন, ‘গণতন্ত্রের নামে বারবার রক্তাক্ত হয় দেশ। প্রকৃত গণতন্ত্রের পথে চলতে থাকলে দেশ সব দিক থেকেই উন্নতির সোপানে যেতে থাকবে। দেশে পর্যাপ্ত কর্মসংস্থান নেই। বেকার আছে কমপক্ষে পাঁচ কোটি। এজন্য দরকার ব্যাপক শিল্পায়ন এবং কৃষির উন্নয়ন। তা না হলে এ অবস্থার পরিবর্তন হবে না। আর প্রবাসীরা নিদারুণ কষ্ট করে বিদেশ থেকে রেমিটেন্স পাঠান। মানবেতর জীবন যাপন করেন। আমরা এর সমাধান চাই।’
সভায় সভাপতিত্ব করেন দলটির মহানগর উত্তরের সভাপতি জাকির হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব এজাজুর রসুল, মহানগর উত্তর সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ।