শনিবার (৩০ মে) সকাল ৭টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মৃত্যুবরণ করেন। শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের বর্তমান সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মারুফ রহমান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মারুফ রহমান জানান, সম্প্রতি কোভিড-১৯ এর লক্ষণ ও উপসর্গ থাকায় তাকে বেসরকারি কয়েকটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ইমামুল কবীরকে সর্বশেষ সিএমএইচে ভর্তি করা হয়। আজ সকাল ৭টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
ইমামুল কবীর শান্ত-মারিয়াম ফাউন্ডেশনেরও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বীর মুক্তিযোদ্ধা ছিলেন।