শিশুদের সঙ্গে নন্দনা দেবসেন

 

লিট ফেস্টের মঞ্চে এক শিশুর সঙ্গে নন্দনা দেবসেনঢাকা লিট ফেস্টের শেষ দিনে শিশুদের সঙ্গে সময় কাটিয়েছেন ভারতীয় অভিনেত্রী, লেখক ও শিশু অধিকারকর্মী নন্দনা দেবসেন। শনিবার (১৮ নভেম্বর) সকাল সোয়া ১১টা থেকে সোয়া ১২টা পর্যন্ত ‘টকি টাম্বল’ নামে এক সেশনে গল্প শুনিয়ে শব্দের খেলায় শিশুদের চমৎকার কিছু সময় উপহার দেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে একটি শিশুতোষ কার্টুন দেখানো হয়। এরপর নন্দনা শিশুদের জন্য তার লেখা ‘টকি টাম্বল অব জামবেল ফার্ম’ থেকে গল্প ও গল্প বলার ছলে শব্দ শেখার খেলায় শিশুদের মাতিয়ে রাখেন।

সেশনে নন্দনা তার পরিবারের সঙ্গে ঢাকার সম্পর্ক অনেক পুরনো উল্লেখ করে বলেন, ‘বাবা অর্মত্য সেন ঢাকায় অনেক বছর ছিলেন।’

সেশন চলাকালে শিশুদের মঞ্চে উঠিয়ে নন্দনা দেবসেন শব্দের খেলা শেখান এবং তার বইয়ে থাকা শব্দগুলো মজা করে শেখার পদ্ধতি বলেন। শব্দের খেলা শেষে তিনি উপস্থিত শিশুদের বিভিন্ন প্রাণীদের মুখোশ পড়িয়ে তারা কিভাবে শব্দ করে, তা শেখান শিশুদের।

আরও পড়ুন- মজায় মজায় অঙ্ক শিখলো শিশুরা