একদিকে উচ্ছেদ অভিযান, অন্যদিকে চলছে খাল খনন

রাজধানীর মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল ভরাট করে ও সরকারি খাস জমির ওপর গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনার বাকি অংশ উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানে রিকশা গ্যারেজ, রাজনৈতিক দলের স্থানীয় কার্যালয়, বাসাবাড়ি ও আলোচিত খামার সাদিক অ্যাগ্রো ভাঙা পড়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) থেকে আজও উচ্ছেদ অভিযান চলছে

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টার পর রাজধানীর মোহাম্মদপুর রামচন্দ্রপুর খালসংলগ্ন স্থানে এই উচ্ছেদ অভিযান শুরু হয়, যা এখনও চলছে। শনিবার (২৯ জুন) সরেজমিনে দেখা গেছে, একদিকে উচ্ছেদ অভিযান চলছে, অন্য দিকে চলছে খাল খনন। এছাড়া অভিযান চলমান এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।অভিযানে রিকশা গ্যারেজ, রাজনৈতিক দলের স্থানীয় কার্যালয়, বাসাবাড়ি ও আলোচিত খামার সাদিক অ্যাগ্রো ভাঙা পড়েছে

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, অভিযানের খবর পেয়ে শুক্রবার রাত থেকেই খামারের বেশ কিছু গরু-ছাগল সরিয়ে নেওয়া হয়। শনিবার সকাল থেকে রাস্তা এবং খালের জায়গায় থাকা বেশকিছু স্থাপনা সরিয়ে নেওয়া হচ্ছে।

খালের জায়গায় থাকা অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হচ্ছে

448921361_1230701327912740_8314307920054570761_n

448775057_1458423114794158_2372856129399674092_n

DNCC3

DNCC2

DNCC1