বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বলেছেন, ‘তথ্য অধিকার আইন, ২০০৯’ একটি যুগান্তকারী আইন— যা প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহি এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে সহায়ক। তিনি বলেন, বেবিচক সর্বদা তথ্য অধিকার আইন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।’
মঙ্গলবার (২৯ এপ্রিল) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কার্যালয়ে তথ্য অধিকার বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। বেবিচকের জনসংযোগ বিভাগ এই কর্মশালার আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।
বেবিচচক চেয়ারম্যান বলেন, ‘রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হয়, এমন সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে। সবার আগে দেশ। এই মনোভাবেই আমাদের কাজ করতে হবে।’
তিনি বলেন, ‘অচিরেই চট্রগ্রাম বিমানবন্দর দিয়ে কার্গো পরিবহন শুরু হবে। এর আগে আমরা সিলেট থেকে শুরু করেছি। এছাড়াও জুন মাসের মধ্যেই কক্সবাজার থেকে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল শুরু হবে।’
চেয়ারম্যান বলেন, ‘আমরা পূর্বের প্রজেক্টগুলো শেষ করার পর্যায়ে রয়েছি। এগুলো শেষ হলেই নতুন প্রজেক্ট শুরু হবে।’
তিনি বলেন, ‘সংবাদ মাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। বর্তমানে সংবাদে অবাধ প্রবাহ রয়েছে। আর এ কারণে জবাবদিহি নিশ্চিত হচ্ছে। জবাবদিহি নিশ্চিতের ফলে সুশাসন প্রতিষ্ঠা হচ্ছে।’
কর্মশালায় বেবিচকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী ছাড়াও উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক সাংবাদিক।
আলোচনায় বক্তারা তথ্য অধিকার আইনের সঠিক প্রয়োগ, তথ্যপ্রাপ্তির পদ্ধতি এবং দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন।
এই ধরনের কর্মশালা জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সরকারি সেবায় দক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।