‘আমার পুলিশ আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (২৯ এপ্রিল) শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘পুলিশ সপ্তাহ ২০২৫’। তবে অন্যান্য বছরের মতো এবারের পুলিশ সপ্তাহে আড়ম্বর বা আনুষ্ঠানিকতা থাকছে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম। তিনি বলেছেন, ‘এবারের পুলিশ সপ্তাহ আনুষ্ঠানিক নয়, কার্যকর করতে চাই।’
সোমবার (২৮ এপ্রিল) বিকাল ৩টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
আইজিপি বলেন, ‘এবার পুলিশ সপ্তাহ অনাড়ম্বরভাবে পালন করা হবে। এখানে কোনও উৎসব-আনন্দ থাকবে না। পেশাগত বিষয়ে কার্যকর সেশন, বিগত দিনের কর্মকাণ্ড বিশ্লেষণ এবং ভবিষ্যতের কর্মপরিকল্পনা নির্ধারণেই আমরা ব্যস্ত থাকবো। এবারের প্রতিপাদ্য ‘আমার পুলিশ আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ দেশের মানুষের মনে প্রতিষ্ঠিত করতে চাই, যেন তারা মনে করে— বৈষম্যহীন বাংলাদেশের পুলিশ তাদের নিজেদের পুলিশ।’
তিনি জানান, পুলিশ সপ্তাহে দেশের বিভিন্ন ইউনিটের প্রধান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, পুলিশ সুপার এবং সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন। আলোচনায় থাকবে— আগামী দিনে আরও উন্নত পুলিশিসেবা নিশ্চিত করা, আসন্ন চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল এবং মাঠ পর্যায়ের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছ থেকে সরাসরি পরিকল্পনা ও কর্মপন্থা শোনা হবে।
আইজিপি আরও বলেন, ‘গত ১৭ এপ্রিল প্রধান উপদেষ্টা মাঠ পর্যায়ের পুলিশ সুপার এবং মেট্রোপলিটন কমিশনারদের দিকনির্দেশনা দিয়েছেন। এবার পুলিশ সপ্তাহে সেই দিকনির্দেশনার বাস্তবায়ন কৌশল নিয়েও আলোচনা হবে।’
তিনি জানান, এবারের পুলিশ সপ্তাহে নাগরিক সমাজের প্রতিনিধিদের (সাংবাদিক, সাহিত্যিক, শিক্ষক, গীতিকার, ক্রীড়াবিদ ও ছাত্র প্রতিনিধি) সঙ্গে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সেখানে তাদের অভিজ্ঞতা ও মতামত শোনা হবে, যাতে পুলিশিংয়ের উন্নতি করা যায়।
আইজিপি আরও জানান, বরাবরের মতো এবারও প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে পদক প্রদান করা হবে। প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে উপস্থিত থেকে পদক প্রদান করবেন।
ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আইজিপির সঙ্গে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর ও পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহসান।