গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ গার্মেন্টসকর্মীর মৃত্যু

গাজীপুরের জয়দেবপুর থানার মোগরখাল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা গেছেন গার্মেন্টসকর্মী সীমা আক্তার (৩০)। সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ সংলগ্ন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এইচডিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গাজীপুরের জয়দেবপুর থেকে দগ্ধ পাঁচ নারী-শিশুকে ইনস্টিটিউটে আনা হয়েছিল। তাদের মধ্যে সীমা আক্তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হওয়ায় তিনি মারা যান। বাকি আহতদের মধ্যে পারভিন আক্তার (৩২ শতাংশ দগ্ধ), তানজিলা বেগম (৯০ শতাংশ দগ্ধ), তাসলিমা বেগম (৯৫ শতাংশ দগ্ধ) এবং শিশু আয়ান (২৮ শতাংশ দগ্ধ) চিকিৎসাধীন রয়েছেন। তাসলিমা বেগম পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।

মৃত সীমার স্বামী মো. আলহাজ জানান, তারা দুই জনই গার্মেন্টসকর্মী ছিলেন। রবিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে পাশের বাড়িতে রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সীমা আক্তারসহ পাঁচ জন দগ্ধ হন। প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও রাত পৌনে ১১টার দিকে তাদের ঢাকায় জাতীয় বার্ন ইন্সটিটিউটে ভর্তি করা হয়। সোমবার সকালে সীমা আক্তার মৃত্যুবরণ করেন।

উল্লেখ্য, বিস্ফোরণে দগ্ধদের মধ্যে রয়েছেন সীমা আক্তার (৩০), পারভিন আক্তার (৩৫) ও তার শিশু ছেলে আয়ান (১), তাসলিমা বেগম (৩০) ও তার মেয়ে তানজিলা বেগম (১০)। বর্তমানে বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।