সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

ট্রাকের ধাক্কায় আহত পুলিশ সদস্য মো. রফিকুল ইসলাম (৫৪) মারা গেছেন। রবিবার (২৭ এপ্রিল) রাতে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে তার মৃত্যু হয়। ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ মেহেদী হাসান এ তথ্য জানান।

মো. রফিকুল ইসলাম সিরাজগঞ্জ (যমুনা সেতু) পশ্চিম থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি বগুড়ার শেরপুর উপজেলার টাউন কলোনির বাসিন্দা মৃত আব্দুস সামাদের ছেলে। চাকরির সুবাদে সিরাজগঞ্জে বসবাস করতেন। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

এসআই মেহেদী হাসান জানান, রাতেই রফিকুল ইসলামের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষ করা হয়। সোমবার সকালে মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, গত ২৪ এপ্রিল রাত ৩টার দিকে সরকারি দায়িত্ব পালনের সময় সিরাজগঞ্জের জাউল ফ্রিজ এলাকায় একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন রফিকুল ইসলাম। পরে তাকে উদ্ধার করে প্রথমে মনসুর আলী হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে পর্যায়ক্রমে খাজা ইউনুস আলী হাসপাতাল, সিরাজগঞ্জ পুলিশ হাসপাতাল, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, আগারগাঁওয়ের নিউরোসাইন্স ইনস্টিটিউট এবং সবশেষে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।