পুলিশের কাজে বাধা, তাৎক্ষণিক আদালত বসিয়ে চালক-যাত্রীকে কারাদণ্ড

রাজধানীর পৃথক স্থানে ট্রাফিক পুলিশের কাজে বাধা, আইন লঙ্ঘন এবং পুলিশের ওপর হামলার অভিযোগে এক রিকশাচালক ও এক যাত্রীকে তাৎক্ষণিক আদালত বসিয়ে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (২৭ এপ্রিল) রাজধানীর বংশাল থানাধীন তাঁতীবাজার মোড় এবং লালবাগ থানাধীন বটতলা মোড়ে এ দুটি ঘটনা ঘটে। অভিযুক্ত দুই জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

ডিসি তালেবুর রহমান জানান, তাঁতীবাজার মোড়ে ট্রাফিক পুলিশের সিগন্যাল অমান্য করে রিকশাচালক মো. আখতার হোসেন রিকশা চালিয়ে যান। পুলিশ সদস্যরা তাকে থামতে বললে তিনি পুলিশের ওপর হামলা চালান। পরে তাৎক্ষণিক সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে মো. আখতার হোসেনকে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১০২ ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে, লালবাগ থানাধীন বটতলা মোড়ে ট্রাফিক পুলিশের সিগন্যাল অমান্য করে একটি অটোরিকশা। পুলিশ অটোরিকশাটি থামানোর চেষ্টা করলে যাত্রী সোহেল রানা এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনায় তাৎক্ষণিক আদালতের মাধ্যমে সোহেল রানাকে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১০২ ধারায় সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ডিসি তালেবুর রহমান আরও বলেন, ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সর্বদা প্রস্তুত। মহানগরবাসী ও চালকদের ট্রাফিক আইন মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে।