বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) উপাচার্য (ভিসি) আবুল কাসেম মিয়া পদত্যাগ করেছেন। একইসঙ্গে পদত্যাগ করেছেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ আরও ১০ জন শিক্ষক।
শনিবার (২৬ এপ্রিল) শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র জমা দেন ভিসি এবং অন্যান্য শিক্ষকরা। পদত্যাগপত্রে তারা উল্লেখ করেছেন, শিক্ষার্থীদের দাবির মুখে তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।
আন্দোলনের সূত্রপাত ঘটে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের এক শিক্ষার্থীর ঘটনাকে কেন্দ্র করে। ওই শিক্ষার্থীর বাবা মৃত্যুবরণ করায় তিনি নির্ধারিত সময়ের মধ্যে মিডটার্ম পরীক্ষা দিতে পারেননি। পরবর্তীতে বিষয়টি লিখিতভাবে কর্তৃপক্ষকে জানালে, বিশ্ববিদ্যালয় তার কাছে বাবার মৃত্যুর সনদ জমা দিতে বলে। শিক্ষার্থী সনদ জমা দিলেও পুনরায় পরীক্ষায় অংশগ্রহণের জন্য তাকে অতিরিক্ত ফি পরিশোধের নির্দেশ দেওয়া হয়।
এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থী ফেসবুকে একটি পোস্ট দেন যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করে। শনিবার বিশ্ববিদ্যালয় খোলার পরপরই শিক্ষার্থীরা ক্যাম্পাসজুড়ে বিক্ষোভ শুরু করেন।
শিক্ষার্থীরা বলছেন, এই আন্দোলন শুধু একক কোনও ঘটনার প্রতিবাদ নয়; এটি দীর্ঘদিনের জমে থাকা একাডেমিক অনিয়ম, প্রশাসনিক বিশৃঙ্খলা এবং ব্যবস্থাপনা ঘাটতির বিরুদ্ধে অসন্তোষের বহিঃপ্রকাশ।