বিচারক, চিকিৎসক ও সিআইডির নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগে তিন ভাইকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি বগুড়া জেলা।
এসময় তাদের কাছে থেকে প্রতারণার দুই লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতার তিন ভাই হলো—মো. লিখন মিয়া (৩৩), মো. রানা মিয়া (৩০) ও মো. সুমন মিয়া (২৮)।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় সিআইডি’র সদর দফতরের বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য জানান।
জসীম উদ্দিন খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা অপরাধে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। প্রতারক চক্রটি বিচারক, ডাক্তার, সিআইডিসহ বিভিন্ন সরকারি কর্মকর্তার নামে প্রতারণাপূর্বক অর্থ আদায় করে আসছিল বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বগুড়া সদর থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।
জানা যায়, একটি খুনের মামলার বাদীর পিতার লাশ কবর থেকে উত্তোলনে আদেশ নেওয়ার জন্য কোর্ট এবং ডাক্তার (পোস্টমর্টেম) বাবদ টাকা প্রয়োজন দাবি করে কাছ থেকে কৌশলে অর্থ আদায় করে। পরবর্তীকালে মামলার তদন্তের নাম করে আবারও বাদীর কাছ থেকে ধাপে ধাপে মোট দুই লাখ পাঁচ হাজার টাকা আত্মসাৎ করে।
মামলার বাদী গরু, ছাগল, হাঁস, মুরগি বিক্রি করে প্রতারক চক্রকে টাকা প্রদান করেন। অসহায় দরিদ্র বাদীপক্ষ এক পর্যায়ে নিরুপায় হয়ে জমি বন্ধক রেখে প্রতারক চক্রকে টাকা দিয়েছে।