ব্যাটারিচালিত অবৈধ রিকশায় না চড়তে এবং ফুটপাতের অবৈধ হকারদের কাছ থেকে কেনাকাটা না করতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকালে রাজধানীর উত্তরা কমিউনিটি সেন্টারে ডিএনসিসির অঞ্চল-৭ এর অধীন সব ওয়ার্ডের বাসিন্দাদের অংশগ্রহণে আয়োজিত এক গণশুনানিতে তিনি এ আহ্বান জানান।
প্রশাসক বলেন, ‘গণশুনানিতে দুটি অভিযোগ নিয়মিত আসছে—ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবি এবং ফুটপাত থেকে অবৈধ হকার উচ্ছেদ। কিন্তু জনগণ নিজেরাই এসব ব্যবহার করে সমস্যাকে বাড়িয়ে তুলছে। সবাইকে বলবো, এসব অবৈধ যানবাহনে না চড়লে চালকরাও নিরুৎসাহিত হবেন।’
অবৈধভাবে ফুটপাত দখল ও হকারদের প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রতিটি এলাকায় বাজার ও শপিং মল রয়েছে। দয়া করে ফুটপাত ও রাস্তায় বসা হকারদের কাছ থেকে না কিনে নির্ধারিত বাজার ও দোকান থেকে কেনাকাটা করুন। জনগণের সহযোগিতা পেলে এ সমস্যার সমাধান সহজ হবে।’
তিনি জানান, ডিএনসিসি নিয়মিত অভিযানে যাচ্ছে। নগর ব্যবস্থাপনায় জনসচেতনতার কোনও বিকল্প নেই।’