বোট ক্লাবের অনিয়ম নিয়ে বর্তমান সভাপতির বক্তব্যের প্রতিবাদ সাবেক সেক্রেটারির

ঢাকা বোট ক্লাবের সভাপতি নাসির উদ্দিনের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে সেটিকে ‘বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেছেন ক্লাবের সাবেক সেক্রেটারি ও নৌ বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. তাহসিন আমিন। তিনি দাবি করেছেন, তার সম্পর্কে অসত্য, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের পরিপ্রেক্ষিতে যে সংবাদ পরিবেশন করা হয়েছে তা অনাকাঙ্খিত, অনভিপ্রেত ও দুঃখজনক। প্রকৃতঅর্থে তিনি ওই ক্লাবে সেক্রেটারি পদে চাকরি করেছেন এবং বোট ক্লাবের সাবেক নির্বাহী কমিটির নিদের্শনাগুলো চাকরির খাতিরে বাস্তবায়ন করেছেন মাত্র।

গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকা বোট ক্লাবের সভাপতি নাসির মাহমুদ এক সংবাদ সম্মেলনে জানান, ক্লাবের সাবেক সভাপতি ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও সাবেক সেক্রেটারি লেফটেন্যান্ট কমান্ডার (অব.) তাহসিন আমিনের বিভিন্ন আর্থিক অনিয়ম ও অর্থ আত্মসাৎ-এর প্রমাণ মেলায় তাদের সদস্যপদ বাতিল করা হয়েছে। পাশাপাশি অন্যান্য শান্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিবাদলিপিতে লে. কমান্ডার (অব.) মো. তাহসিন আমিন বলেন, এর আগেও নাসির মাহমুদ বিভিন্ন গণমাধ্যমে আমাকে র‍্যাব ও নৌবাহিনীর চাকরিচ্যুত কর্মকর্তা উল্লেখ করে ‘মিথ্যা ও বানোয়াট’ বক্তব্য দেন। প্রকৃতপক্ষে ঢাকা বোট ক্লাবে নাসির সাহেবের সঙ্গে ২০২১ সালের ৮ জুন রাতে নায়িকা পরীমণির সঙ্গে হওয়া ঘটনায় বোট ক্লাবের সাবেক কার্যনিবাহী কমিটির সভাপতি বেনজীর সাহেব তার বোট ক্লাবে যাতায়াতে নিষেধাজ্ঞা দিয়েছেন, যা মাঠ পর্যায়ে চাকরি রক্ষার্থে আমাকে কার্যকর করতে হয়েছিল। এ কারণেই নাসির সাহেব আমার ওপর ক্রোধান্বিত, ক্ষুব্ধ ও ক্ষীপ্ত।

ব্যক্তিগত কারণে বোট ক্লাব থেকে ২০২৪ সালের ১ মে পদত্যাগ করার সময় অডিট ফার্মের মাধ্যমে ক্লাবের যাবতীয় হিসাব-নিকাশ পুঙ্খানুপুঙ্খু পরীক্ষা-নিরীক্ষাও করা হয়েছিল বলে উল্লেখ করেন তাহসিন আমিন। এমনকি ক্লাবের মেম্বারশিপও তৎকালীন নির্বাহী কমিটি তাকে দিয়েছিল, যা বর্তমান কমিটি বাতিল করেছে।

নিজে কখনও র‌্যাব, বিজিবি বা পুলিশে চাকরি করেননি এবং বেনজীর আহমেদের সঙ্গে পূর্ব পরিচয় ছিল না উল্লেখ করে সাবেক এই নৌ কর্মকর্তা বলেন, নাসির মাহমুদ আমার সামাজিক মর্যাদা, মান-সম্মান ও সুনাম নষ্ট করা এবং আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য ক্রোধান্বিত ও হিংসাত্মক হয়ে চক্রান্তমূলকভাবে এই ধরনের মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যমূলক অপপ্রচার করছেন। 

এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় জিডি করেছেন উল্লেখ করে তিনি জানান, অন্যান্য আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।