ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী আব্দুল্লঅহ আল ইসলাম জ্যাকবের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে তার স্ত্রী মিসেস নিলীমা নিগার সুলতানার সম্পদবিবরণী চেয়ে নোটিশ জারিরও অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম জানান, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের বিরুদ্ধে দুদকের উপ-পরিচালক এসএম রাশেদুর রেজা বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
তিনি বলেন, তার বিরুদ্ধে ১৩ কোটি ৯৮ লাখ ৯ হাজার ৯২৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান টিম। একইসঙ্গে তিনি বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে ৮৫ কোটি ৬৯ লাখ ৩০ হাজার ৪১৯ টাকার সন্দেহজনক লেনদেন করে সেই অর্থ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
অপরদিকে, জ্যাকবের স্ত্রী মিসেস নিলীমা নিগার সুলতানার নামে তিন কোটি ২৮ লাখ ৬৪ হাজার ৪৫ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। যে কারণে আরও অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশন আইনে তার সম্পদ বিবরণী নোটিশ জারির জন্য অনুমোদন দিয়েছে কমিশন।