হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে আমদানি নিষিদ্ধ ক্রিম ও সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। মঙ্গলবার (২২ এপ্রিল) এসব পণ্য জব্দ করা হয়।
ঢাকা কাস্টমস হাউজের কর্মকর্তা বরুণ দাস বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুবাই থেকে তারা সকালে শাহজালাল বিমানবন্দরের অবতরণ করেন। ইমিগ্রেশন শেষ করে কাস্টমস হলের দিকে এলে তাদের গতিবিধি সন্দেহজনক মনে হয়। এ সময় কর্তব্যরত কাস্টমস কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করলে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ পণ্য পাওয়া যায়। জব্দ করা এসব পণ্যের মধ্যে ৪৮ কেজি আমদানি নিষিদ্ধ ক্রিম, বিপুল পরিমাণ গুড়ো দুধ ও সিগারেট ছিল। পরবর্তীতে এসব পণ্য জব্দ করা হয়।
তিনি আরও জানান, জব্দ করা এসব পণ্য ধ্বংস করা হবে।