বনানীতে ফ্লাইওভারের নিচে মিললো বৃদ্ধের মরদেহ

রাজধানীর বনানী এলাকায় ফ্লাইওভারের নিচ থেকে মো. তাহের (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ এপ্রিল) বিকাল সোয়া ৫টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি ১ নম্বর গেটের ফ্লাইওভারের নিচে অচেতন অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে বনানী থানা পুলিশ সেখানে পৌঁছে তাহেরকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াদুল হক বলেন, স্থানীয়দের কাছে জানা গেছে, মৃত ব্যক্তি ভিক্ষাবৃত্তি করতেন এবং ওই এলাকাতেই থাকতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

মরদেহ বর্তমানে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।