‘ফ্যাসিস্ট’ বিচারপতিদের অপসারণের দাবিতে সুপ্রিম কোর্টে আইনজীবীদের বিক্ষোভ

আওয়ামী আমলে নিয়োগ পাওয়া ‘ফ্যাসিস্ট’ বিচারপতিদের অপসারণের দাবিতে আইনজীবী সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সোমবার (২১ এপ্রিল) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে এই বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন বলেন, আমরা ভেবেছিলাম, গত ৫ আগস্টের পর স্বৈরাচারের দোসররা যেভাবে পালিয়েছিলেন, আপনারাও (ফ্যাসিস্ট বিচারপতি) সেভাবে চলে যাবেন। কিন্তু আপনারা যান নাই। আপনাদের জন্য আজ আবার আইনজীবী ফোরামকে রাস্তায় দাঁড়াতে হয়েছে। এখনও সময় আছে আপনারা চলে যান। কারণ আইনজীবীরা জাগলে ফ্যাসিস্টের পতন হয়। আইনজীবীরা জাগলে দেশের মানুষ জেগে ওঠে। তাই যতো তাড়াতাড়ি সম্ভব নিজেরাই কেটে পড়ুন।

তিনি বলেন, ফ্যাসিস্ট বিচারপতিরা বিদায় নিলে বিচার বিভাগ সুষ্ঠুভাবে চলবে, মানবাধিকার সুষ্ঠুভাবে চলবে এবং গণতন্ত্র এগিয়ে চলবে।

সমাবেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল বলেন, এই বিচার বিভাগে অনেক বিচারপতি ছিলেন, যারা মাথা উঁচু করে চলার চেষ্টা করতেন। আর সাবেক সরকারের আমলে নিয়োগ পাওয়া অনেক বিচারপতি আছেন যারা শেখ হাসিনার ফ্যাসিজমকে প্রলম্বিত করার সিদ্ধান্ত দিতেন। খালেদা জিয়াসহ বিএনপির অনেক যোগ্য নেতাকে অন্যায় ও অবৈধভাবে নির্বাচনে অযোগ্য ঘোষণা করে রায় দিয়েছিলেন। সেই সব বিচারপতিরা স্বেচ্ছায় বিচারাঙ্গণ থেকে বিদায় নেন। এখনও কিছু কিছু ফ্যাসিস্ট বিচারক প্রমোশনের আশায় বহাল তবিয়তে রয়ে গেছেন। অনতিবিলম্বে তারা যেন চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। না হলে যেসব বিচারপতি দলীয় এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করবে তাদের সমুচিত জবাব দেওয়া হবে।

জাতীয়তবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি এম বদরুদ্দোজা বাদলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গাজী তৌহিদুল ইসলামের সঞ্চালনায় আইনজীবী সমাবেশে আরও বক্তব্য রাখেন– জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগাঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা ও সাবেক সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, মোহাম্মদ আলী, জামিল আক্তার এলাহি ও আরিফিন স্বপন প্রমুখ।