হামলায় ক্ষতিগ্রস্ত বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক বিডা ও পুলিশের, নিরাপত্তার আশ্বাস 

বাংলাদেশ পুলিশ বিদেশি বিনিয়োগকারীদের ডেডিকেটেড জরুরি যোগাযোগ নম্বরে সরাসরি অ্যাক্সেসের সুযোগ দেবে, যাতে সংস্থাগুলো যেকোনও ঘটনা রিপোর্ট করতে এবং তাৎক্ষণিক সহায়তা পেতে সক্ষম হয়।

সোমবার (২১ এপ্রিল) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম ও বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন গাজায় হামলার ঘটনায় সাম্প্রতিক বিক্ষোভের সময় হামলার শিকার ছয়টি বিদেশি কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এই আশ্বাস দেন। 

বিডার নির্বাহী চেয়ারম্যান ও পুলিশের মহাপরিদর্শকের যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নেসলে বাংলাদেশ, কোকা-কোলা বাংলাদেশ বেভারেজেস, ইউনিলিভার বাংলাদেশ, বাটা সু কোম্পানি বাংলাদেশ, রেকিট বেনকিজার বাংলাদেশ, পেপসিকো, জুবিল্যান্ট ফুড ওয়ার্কস বাংলাদেশসহ বিভিন্ন বড় প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা অংশ নেন।

গত ৭-৮ এপ্রিল দেশের বেশ কয়েকটি জায়গায় এই ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় অন্তত ১৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। এসব ঘটনায় প্রায় এক ডজন মামলাও হয়েছে।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ব্যবসায়ী নেতারাসহ আইজিপি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমাদের বিডা টিমের একই ছাদের নিচে উপস্থিতি শুধু সময়োপযোগীই নয়, ছিল নজিরবিহীনও।

তিনি বলেন, এটি কেবল একটি আকার ইঙ্গিত ছিল না, এটি একটি বার্তা ছিল। এতে বোঝা যায়, বাংলাদেশ তার বিনিয়োগকারীদের পাশে দাঁড়ানোর বিষয়ে আন্তরিক, বিশেষ করে যখন চ্যালেঞ্জ দেখা দেয়।

আশিক চৌধুরী বলেন, আমরা যে সংস্থাগুলোর সঙ্গে বসেছিলাম তারা হাজার হাজার কর্মচারী এবং তাদের পরিবারের জীবিকা নির্বাহে সরাসরি সহায়তা করে। আমরা প্রতিবাদের অধিকারকে সম্মান করি, কিন্তু কর্মসংস্থান, স্থিতিশীলতা এবং প্রবৃদ্ধি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা কোনও জবাব নয়।

বিডা-প্রধান সহিংসতার জন্য দায়ীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের প্রতিশ্রুতির জন্য পুলিশের প্রশংসা করেন।

সভায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো তাদের প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ তুলে ধরেন।

এর প্রতিক্রিয়া হিসেবে, পুলিশের আইজিপির কার্যালয় থেকে একটি জরুরি নম্বর দেওয়ার কথা বলা হয়েছে। যেখানে অভিযোগ জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এসময়  আইজিপি বাহারুল আলম দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

তিনি বলেন, আমরা এখানে শুধু জবাব দিতে আসিনি। আমরা এখানে এসেছি আস্থা তৈরি করতে এবং নিশ্চিত করতে যে, এই বিঘ্নগুলোর পুনরাবৃত্তি হবে না।

করপোরেট প্রতিনিধিরা বিডা এবং বাংলাদেশ পুলিশ উভয়কেই তাদের প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ জানান এবং বাংলাদেশে তাদের কার্যক্রম এবং ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা অব্যাহত রাখার বিষয়ে নতুন করে আস্থা ব্যক্ত করেন।