নিষিদ্ধ ছাত্রলীগ ও আ. লীগের ৯ সদস্য গ্রেফতার

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের ৯ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। রবি ও সোমবার (২০ ও ২১ এপ্রিল) তাদের গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন– ছাত্রলীগের বংশাল থানার ৩৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. বাপ্পি (৩০), আওয়ামী লীগের দক্ষিণ বাড্ডা বাজার ইউনিটের সহ-সভাপতি মো. মহিবুর রহমান (৫০), কুমিল্লার মনোহরগঞ্জ থানার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (৪৭), বংশাল থানার ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু আহাম্মেদ (৫৫), ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল খালেক (৫৫), কলাবাগান থানা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো. কবির হোসেন (৪৮), ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল শাখার নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক দীপম সাহা (২৬), ছাত্রলীগের ডেমরা শাখার সাবেক সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন (৪২) ও ছাত্রলীগকর্মী মো. মুহতাসিন ফুয়াদ ওরফে পিয়াল।

ডিএমপি জানায়, রবিবার সকাল ১১টায় নবাবপুর এলাকা থেকে মো. বাপ্পিকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগ। একইদিন সন্ধ্যা ৬টায় বেরাইদ এলাকা থেকে মো. মহিবুর রহমানকে গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগ। ওইদিন দুপুর ৩টায় রমনার জনস্বাস্থ্য প্রকৌশল ভবনের সামনে থেকে আবুল কালাম আজাদকে গ্রেফতার করে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম। রাত ১১টায় বংশাল এলাকা থেকে বাবু আহাম্মেদকে গ্রেফতার করে ডিবি-লালবাগ। রাত ১০টায় মগবাজার এলাকা থেকে আব্দুল খালেক এবং রাত সাড়ে ১১টায় হাতিরপুল এলাকা থেকে মো. কবির হোসেনকে গ্রেফতার করে ডিবি-রমনা বিভাগ।

এছাড়াও মাতুয়াইল এলাকা থেকে কাজী ইসমাইল হোসেনকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগ। ইসমাইল হোসেন যাত্রাবাড়ীতে ঝটিকা মিছিলে অংশ নিয়েছিলেন বলে স্বীকার করেছেন।

অন্যদিকে সোমবার ভোররাতে তেজগাঁও এলাকা থেকে দীপম সাহাকে এবং আদাবরের একটি বাসা থেকে মো. মুহতাসিন ফুয়াদ ওরফে পিয়ালকে গ্রেফতার করে ডিবি-সাইবারের পৃথক টিম।

ডিবি সূত্রে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিরা রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলার এজাহারনামীয় আসামি। তারা দেশকে অস্থিতিশীল করতে নানাভাবে সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।