রামপুরায় সাংবাদিকের বাসায় ডাকাতি

রাজধানীর পূর্ব রামপুরায় বেটার লাইফ হসপিটালের পেছনে একটি বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বাসাটি বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলার সিনিয়র ক্যামেরাম্যান কামাল আহমেদের বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২০ এপ্রিল) দিবাগত রাত পৌনে ৩টার দিকে ৭-৮ জনের একটি ডাকাতদল নির্মাণাধীন একটি ভবন থেকে গ্রিল কেটে কামাল আহমেদের বাসায় প্রবেশ করে। ডাকাতরা বাসার ভেতরে ঢুকে কামাল আহমেদ, তার স্ত্রী ও দুই সন্তানকে হাত-পা বেঁধে ফেলে এবং চাপাতি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে।

রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) মশিউল আলম জানান, ডাকাতরা প্রায় দেড় ঘণ্টা ধরে বাসার ভেতরে তাণ্ডব চালিয়ে নগদ ৪ লাখ ৮৫ হাজার টাকা, প্রায় ৮ ভরি স্বর্ণালংকার, দুটি ল্যাপটপ এবং একটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। 
তিনি আরও জানান, এখন পর্যন্ত এ ঘটনায় কোনও মামলা দায়ের হয়নি। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণের কাজ চলছে। দ্রুত ডাকাতদের শনাক্ত এবং গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

ভুক্তভোগী পরিবারের সদস্যদের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ডাকাতরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে ও পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটিয়েছে। ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।