হাতিরঝিলে যুবদলের কর্মীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার

রাজধানীর হাতিরঝিল মোড়ল গলি এলাকা থেকে যুবদলের এক কর্মীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে তাকে উদ্ধার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আহত ওই ব্যক্তির নাম আরিফ সরদার (৩৫)। সে মতিঝিল থানার ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য বলে জানা গেছে। হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল সারোয়ার এ তথ্য জানান।

তিনি বলেন, রাতে খবর পাই, মোড়ল গলিতে এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। পরে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান, যুবকের অবস্থা আশঙ্কাজনক।

এসআই আরও জানান, ওই যুবক হাতিরঝিল থানার ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য। পেশায় ওয়ার্কশপ কর্মচারী। তবে কে বা কারা তাকে এভাবে রক্তাক্ত করে আহত করেছে তা এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

আহত আরিফের বাড়ি মাদারীপুরেরর শিবচর উপজেলার হোগলা বালিকান্দি গ্রামে। বাবার নাম গিয়াস উদ্দিন সরদার। বর্তমানে ডেমরা স্টাফ কোয়ার্টারে ভাড়া থাকেন।